MRS Network বিল বিকাশে পে বিল পদ্বতি

( যে কোন স্মার্ট ফোন এর বিকাশ অ্যাপস থেকে পে বিল করতে হবে )

প্রথমে বিকাশ অ্যাপস থেকে পে বিল অপশন সিলেক্ট করুন ।

পে বিল এর ইন্টারনেট অপশন থেকে MRS Network সিলেক্ট করুন । এখানে উল্লেখ্য যে, পে বিল এর সার্চ এ MRS লিখলে MRS Network চলে আসবে।

এখন আপনার ইউজার আইডি ( যেমন : mrs**) প্রবেশ করুন।

সঠিক ইউজার আইডি দিলে আপনি আপনার নাম, বিলের অ্যামাউন্ট বা বিলের পরিমাণ দেখতে পাবেন ।

আপনার তথ্য সঠিক হলে বিকাশ পিন নাম্বার এর সাহায্যে পে বিল নিশ্চিত করুন।

পে বিল নিশ্চিত হওয়ার সাথে সাথে সয়ংক্রিয়ভাবে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে, আপনি চাইলে বিকাশ অ্যাপ থেকে বিলের ভাউচার ডাউনলোড করে নিতে পারেন।

MRS Network বিল বিকাশে পেমেন্টের পদ্বতি:

যে কোন পার্সোনাল বিকাশ একাউন্ট হতে হবে

প্রথমে মোবাইল থেকে *247# ডায়াল করুন ।

পেমেন্ট অপশন সিলেক্ট করুন ।

MRS NETWORK WALLET নাম্বার 01322017409 প্রবেশ করুন

অ্যামাউন্ট বা বিলের পরিমাণ প্রবেশ করুন (****) ।

রেফারেন্স নাম্বার আসলে আপনার পুরো আইডি প্রবেশ করুন (যেমন: mrs***)

কাউন্টার নাম্বার ”1” প্রবেশ করুন ।

আপনার বিকাশ এর পিন নাম্বার প্রবেশ করুন ।

MRS Network বিল রকেটে পেমেন্টের পদ্বতি:

( যে কোন পার্সোনাল রকেট একাউন্ট হতে হবে )

প্রথমে মোবাইল থেকে *322# ডায়াল করুন ।

পেমেন্ট অপশন সিলেক্ট করুন ।

MRS NETWORK WALLET নাম্বার 017320140137 প্রবেশ করুন

অ্যামাউন্ট বা বিলের পরিমাণ প্রবেশ করুন (****) ।

রেফারেন্স নাম্বার আসলে আপনার পুরো আইডি প্রবেশ করুন (যেমন: mrs***)

কাউন্টার নাম্বার ”1” প্রবেশ করুন ।

আপনার রকেট এর পিন নাম্বার প্রবেশ করুন ।